আমাদের এই এক জার রেডিমিক্স পাউডার দিয়ে ৫ লিটার শাহী পেস্তাবাদাম এর শরবত প্রস্তুত করতে পারবেন। একটি পাত্রে ১ লিটার তরল দুধ নিয়ে বেশ ভাল করে ফুটিয়ে নিন। এরপর স্বাদ অনুযায়ী চিনি এবংএই রেডীমিক্স পাউডার (জার এর ৫ ভাগ এর ১ভাগ) ফুটন্ত দুধে ঢেলে দিন এবং আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিন,একটু ঘণ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।এরপর একটি বোতল এ ভরে ফ্রীজ এ রেখে দিন।
উপকারীতাঃ
শরীরের নানাবিদ পুষ্টি চাহিদা পূরণ করে।
ত্বক এর লাবন্যতা বাড়ায় ও উজ্জ্বলতা বাড়ায়।
ক্লান্তি ভাব দূর করে শরীর এর দূর্বলভাব দূর করে।
এটি নিয়মিত পান করলে বয়সের ছাপ সহজে আসে না।
আমাদের এই শাহী পেস্তা বাদামের শরবতটি ছোট্ট সোনামণি হতে বৃদ্ধ বাবা-মা
যে কোন বয়সের জন্য প্রযোজ্য।
আমাদের এই শরবত টি যদি ভাল লাগে তাহলে দয়াকর একটা রিভীউ দেবেন,এতে করে আমরা উৎসাহ পাব।আর যদি কোন অভিযোগ বা পরামর্শ থাকে তা ও জানাবেন আমরা তা মেনে নিয়ে নিজেদের সংশোধিত করতে পারি।